মাসুম মুহতাদী

মাসুম মুহতাদী

Masum Muhotadi-এর জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৯৫ সাল। তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন । ২০২০ একুশে বইমেলায় প্রকাশিত হয় তার লেখা প্রথম এবং আলোচিত উপন্যাস "অভিশপ্ত নগরী"। ★প্রেম, যুদ্ধ,বিদ্রোহ, ট্রাজেডি,মিথ, আত্মত্যাগ, ঐতিহাসিক শাসন ব্যবস্থা, সাধারণ মানুষের জীবনমান এসব বিষয় তার লেখার মূল উপজীব্য বিষয়। ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো নিয়ে তিনি একের পর এক রচনা করতে চান ফিকশন উপন্যাস। প্রবল ইচ্ছা প্রতিটি দেশ এবং দেশের মানুষগুলোকে নিয়ে লেখা।

0 items

0